আছিয়া (রাঃ) এর দোয়া

নিষ্ঠুর ফেরাউনের অত্যাচার, নির্যাতনের একপর্যায়ে আছিয়া (রাঃ) দোয়া করেছিলেন, “হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করুন এবং ফেরাউন ও তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করুন”। আর আল্লাহ রাব্বুল আলামীন তার সে দোয়া কোরআন পাকে উল্লেখ করে দিয়েছেন। শুনুন সে চমৎকার দোয়া শায়েখ কামালুদ্দীন জাফরীর কন্ঠে।



Leave a Reply